T3 || আমার উমা || বিশেষ সংখ্যায় জয়দীপ লাহিড়ী

আমার উমা
জানো মা, ভয় করে, তোমার কাছে যেতেই ভয় করে!
তোমার হাতে ওই যে এতো অস্ত্র…
তাওতো আমাদেরই দেওয়া
মাটির হাত তোমার
ভোঁতা অস্ত্রে ভুলিয়ে রেখেছি আমরা
ভাবো একবার, তোমার কাছে কী আর্জি রাখছি,
আমাদের যশ দাও, ধন দাও, সুখ দাও!
এদিকে দেখো
ছয় থেকে ষাট
ভিখারি থেকে পাগলী
মহামারীর মতন আমাদের পৌরুষের বীর্যে কুঁকড়ে গেছে!
কেউ কেউ মা, রুখে দাঁড়ায়, লড়াই করে
সময়ের আড়ালে শেষে হারিয়ে যায়!
কামদুনি, নির্ভয়া, দিল্লি, মুম্বাই, বাংলা কিংবা
উত্তর প্রদেশ,
মাগো, এবার অস্ত্রে শান দাও
উমা নয় মা, তুমি আমার কালী হয়ে এসো
অঞ্জলী নয়, বলির উৎসব আসুক!
ভয় করে মা, উমা, এখন আমার ভয় করে।