কবিতায় পদ্মা-যমুনা তে জহির খান (গুচ্ছ কবিতা)
by
·
Published February 19, 2021
· Updated May 21, 2021
১| স্বকীয়তা হারিয়ে
ঝড়ের বেগে চলছে সময়
অসমাপ্ত গল্পের পিছনে
তবুও নিষ্ঠুর গল্পের নায়ক
তোমাকে দেখার চেষ্টাই করলোনা…
প্রেম আমার বহুকাল আগে
জহির খান
জলের সাথে মন দেয়া
মুখগুলো পিপাসায় কাতর
নিরবে যতনে গোপনে নেয়া
কষ্টের জামায় সুগন্ধী আতর
আমারও কিছু কষ্ট জাগে
উত্তর খুজে বেড়াই তোমার আকাশে
ফুলগুলো ঝরে যাবার ঠিক সময় আগে
কিছু কথার চিঠি উড়ে বাতাসে বাতাসে
কিছু জল জমে আছে পৃথিবীর চোখে
কিছু সময় চলে গেছে অন্ধকারের মুখে
জলের সাথে প্রেম জাগে
চোখে চোখ ছবি আঁকে
পত্রমিতালী লিখার ঠিক সময় আগে
তোমার সাথে প্রেম আমার বহুকাল আগে
জলের সাথে মন দেয়া
মুখগুলো পিপাসায় কাতর
নিরবে যতনে গোপনে নেয়া
কষ্টের জামায় সুগন্ধী আতর
২| ও মায়া মেঘ
ও মায়া মেঘ একটু কথা বলো – বলো
একটুখানি বসো কৃষকের বৈঠকখানায়
চেয়ে থাকো গ্রামের আল পথ ধরে…
যে পথ ধরে আমার বহুকাল অপেক্ষা
কেটে যায় এক বসন্তের প্রথম সর্ম্পক
এখন
ও মায়া মেঘ একটু কুয়াশা উড়াও – উড়ো
প্লিজ মন খারাপ করোনা আমিতো এমনি