কাব্য কথায় ঝিরি ঝিরি ঝোড়া
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
টোব্যাকো
পোড়াচ্ছে।
তাপোত্তাপহীনভাবে!
ঘৃণা ভর্তি মালিক-মালকিনীর মনে
জ্বলছে পাতাগুলো নির্ভেজাল আচরণে
আপত্তি নেই কোন!
আগুনের ছ্যাকায় পুড়েই চলেছো;
বিশৃঙ্খলতা মত!!!
নেই গ্লানিবোধের সীমারেখা।
পরিণতি – সমূহ বিপদ
হাত কামড়াবার জন্য কোমরে কাপড় বে৺ধে দৌড়োচ্ছে
দড়ির টানে পুড়ছে, পুড়ছে, পুড়ছে!
জনগণের ক্ষত!!!
উড়োচিঠি
ভোররাত্রি এখন! জেগে উঠি
সূর্য্যকিরণের সোনালী আভার
সাক্ষী রূপে।সে আভা যেন আমার গর্ব। শুধুই এই মাখো মাখো গা–এ মেখে যাই।
ছুটে যাই বারান্দায়! দেখি অনেক পায়রা আকাশে–
( উড়ছে ঝা৺কে ঝা৺কে! )
প্রার্থনা সেরে বার্তাবাহক রূপে
উড়িয়ে দিলাম একটা পায়রা।
শুনেছি—
” অন্তর থেকে কিছু চাইলে
তা পাওয়া নিশ্চিত!”
তাই চে৺চিয়ে বলি–
” বার্তাবাহক, তাকে বলো
তার জন্য অধীর অপেক্ষায়
নদীতীরে দাঁড়িয়ে আমি—
( উড়োচিঠির আশায়!)”