গুচ্ছ কবিতায় যাজ্ঞসেনী গুপ্ত কৃষ্ণা
তর্জনী ভেঙে ফেলি
এক
চোখের হেলনে দন্ডক বনের অনুশাসন। সব ভেঙে বুকে রাখি পুতুলমানব। কপালে আঁকি তার
আগুনের ছাঁচ। পুড়ে যাই অতল পাথার।
সব জল বেঁধে রেখে ছিটকিনি মাপে, পুতুল এসো
আধখোলা দরজায় , আলতো
খুলে দাও গরলের বাঁধ,
জল জানুক, লেগে থাকা এঁটো মুখ হাত