ক্যাফে কাব্যে জলি ঘোষ

পলাশের কান্না
কে আছো কাননে… ওহে…?
শাল ফুল দেখো দেয় মঞ্জরী, দেবে…?
কুন্দ ফুটেছে শিমুলের পাশে দোঁহে
মৌমাছি ঐ চির বিপ্লবে, আমায় কি কেউ নেবে…?
আগে পলাশ রঙে হতাম তো তন্দ্রাহারা…?
কিন্তু আজ ফাগুন দেবে কি দুয়ার খুলে…?
আগে বসন্তে বইতো প্রেমেরই ফল্গুধারা
আজ রঙের নেশায়, পারবে কি রাঙাতে যুদ্ধ ভুলে…?
শুনছো কি.. বসন্তে পলাশের কান্না আজ…?
দেখছো না কোকিলের কুহুতানও স্তব্ধ…?
আকাশ জুড়ে বোমারু বিমান সাজ
বোমা-গুলি বর্ষণ, পাচ্ছো পোড়া লাশের গন্ধ?