কবিতায় জয়ন্ত দত্ত মজুমদার

অন্য কোলাজে
তোর এই চুপ থাকা কোলাজ সময়
আমি বুকে মাখলাম
তোর এই কোজাগরী অভিমানে
আমি ঠোঁট ছোঁয়ালাম!
আকাশ এমনি ভাবেই না হয় ভরে থাক
চাঁদে
আলোতে
ইমনে
বেহাগে
আমি সুর থেকে সুরে খুঁজে নেবো তোকে
খুঁজে নেবো বিষণ্ণ রাত আর হলদে রোদে
খুঁজে নেবো অন্য কোলাজে
বেলা অবেলার প্রেম বিরহ
আর অভিমানে!