কবিতায় পদ্মা-যমুনা তে জিতেন্দ্র দাস জিতু

ঘুমহীন রাতের গল্প
আমি শুনেছি তোমার ঘুমহীন রাতে গল্প।
করুনঘন অন্ধকারে জোনাকির মিটমিট আলোয়
বিরহের বঞ্চনায় সাজানো মর্ম গাঁথা।
বড় দুর্বিষহ যন্ত্রণায় নিশাচর আঁখি
জেগে রয় কার অপেক্ষায়, এই এলো বলে।
সে তো জানে না আমি শ্বেত বস্ত্র ত্যাগ করেছি
সেই কবে, যখন বসন্ত ছিলো আমার দ্বারে।
আমি ষোড়শী উর্বশী ছিলাম
যৌবন মদিরা ছিলো ওষ্ঠে অধরে,
কামনার তেজস্বিনী বৈভব ছিলো দেহ সৌষ্ঠবে।
হৃদয় ছিলো প্রশস্থ ভালোবাসার জোয়ারে
ভেসে যাইনি।
শক্ত করে বেঁধে রেখেছি হৃদয় দুয়ার।
তন্ময় হয়ে শুনছিলাম জীবন কথা
মর্মদাহে দেখেছি সুপ্ত অগ্নিগিরি জ্বালাময়ী রূপ
চোখের তারায়,
বিভৎস তান্ডব নৃত্য ভ্রুযুগলে।
দেখেছি শ্রান্ত দেহ এলিয়ে
আশাতীত প্রত্যাশা ঝেড়ে উঠে দাঁড়াতে।।