T3 || ১লা বৈশাখ || বিশেষ সংখ্যায় জয়ন্ত দত্ত

সম্পর্কের জ্যামিতি এবং অন্যান্য
আমাকে বুঝতে পারাটা সহজ ছিল না কখনোই
আমি তোমাদের প্রিয় মানুষ হতে পারিনি
আমাকে তোমরা পড়ে দেখেছো বহুবার
মুখস্থ করে উগড়ে দিয়েছো
সারি সারি ক্যাকটাস তোমাদের মূকাভিনয় দেখেছে
তোমাদের পরিচিত বন্ধু -বান্ধবীরা দেখে নাক সিটকিয়েছে
সরলতম সমাধান ধরে ঘুরে গেছে আমার বিপরীতে
নাকের ডগায় একশো একটি অপমান জীবিত রেখে
আমিও চলে গিয়েছি সরলরেখা বরাবর আহত হয়ে
তবু বারবার ফিরে আসি নতুন কায়দায়
সমস্ত উপকথা জানুক আরকানীরা এই আশায়
আমার জন্য অন্তত একটা উত্তর থাকুক এই আশায়
অথচ তোমরা আমাকে কি দিয়েছো?
নরম নিকোটিন,সস্তা অপবাদ আর দামি উপেক্ষা…