হৈচৈ কবিতায় জয়দেব দাস

বাদলা দিনের গান
আকাশ জুড়ে মেঘ করেছে
বক উড়ে যায় মাঝে,
আকাশ বাতাস মত্ত আজি
বর্ষরাণীর সাজে ।
মন উড়ে যায় দমকা হাওয়ায়
ভাবি তাইতো পড়ার মাঝে,
রান্নাঘরে একালা বসে
মা বুঝি মোর খিচুড়ি-ডিম ভাজে।
কোন নদীতে বান এসেছে
কে গেল তার স্রোতে,
এসব কথায় মন লাগে না
চায় যে ঘরে যেতে।
মেঘের আওয়াজ শুনে খুকি
কাঁপছে মাঝে মাঝে,
দুষ্টু ছেলে আনন্দেতে
ছুটছে ভিজেভিজে।
বইয়ের পাতা হোঁচট খেয়ে
উঠছে মেতে মেতে,
ছুটছে আমার মনখানা তাই
তারই সাথ সাথে।
স্কুলের ঘণ্টা হাওয়ায় দোলে
ঢং ঢং ঢং বাজে,
রান্না ঘরে একেলা বসে
মা বুঝি মোর খিচুড়ি ডিম ভাজে।