কাব্যানুশীলনে জয়ীতা চক্রবর্তী আচার্য

শৈশব, হামাগুড়ি..
বৃশ্চিকবলয়
দিশেহারা পথিকের মতো
মায়াময়-দোলনায় দোলে?
জীবন!!!
কথা থাক ধ্রুবক…
এলোমেলো স্বপ্ন,
বেখেয়াল অপেক্ষা।
নিয়মিত হারিয়ে যাওয়ার ইচ্ছা
হারায় দিনলিপি… ঝড়ের বেগে
দুমুঠো সম্পর্ক এসে পড়ে
শাখাপ্রশাখায় থাকে প্রেম।
পেরনো পথের, গল্প হবে,
ডায়েরির ছেঁড়া পাতা।।