কাব্যানুশীলনে জয়ীতা চক্রবর্তী আচার্য

১| বুঝি স্বপ্ন ?
সকাল নামছে ধীরে।।
সমস্ত নিয়ম ভেঙে দেয়
রাত্রি এলো,
দুঃস্বপ্নের পাশে;
ভাঙা চোরা মুখে লেগে আছে
আয়নার কান্না,,
সে যায় সর্ম্পকের শব।।
বিষন্নতার পালিশ,
সমস্ত আড়ষ্টতা উপহার দেয়
দীর্ঘশ্বাসেই বাড়ে সব থেকে বেশি।
২| আত্মস্থ চিরন্তনেস
ময়ও শেষ হয়ে আসে
বাঁশবন লুপ্তপ্রায়।
রাত্রির পোহানো নিশ্বাস
লুকানো দীর্ঘশ্বাস।।
চিন্তা নেই অবসাদ নেই
অভিশপ্ত বিরহ..রাত।।
দিগন্ত অধরা,
মরীচিকার মতই।
পরিকল্পনা থেকে বিরত হলাম।