কাব্যানুশীলনে জয়িতা চক্রবর্তী আচার্য

প্রতীক্ষা
শূন্যের অঙ্কন চিত্রনে
খবরের শিরোনামে
বিভঙ্গময়..নির্যাতনের একটি পূর্ণ খাতা,
নেমে আসে কিংবদন্তিতে।
বেপরোয়া ইচ্ছে,
ঘৃণা আর অনীহার মৃত জৌলুস
একলা পথচলা..
না মনোমালিন্য? মনখারাপ?
পায়না সে আজ ঢেউয়ের ছোঁয়া।
ভিড়ের মাঝে হঠাৎ লুকিয়ে পড়া
চারিদিকে হয়ে গেল লন্ডোভন্ড।
বার্তা পৌঁছায়,বাস্তবের মুখোমুখি ৷
তোমার প্রতিশ্রুতী হবে মিথ্যা?
তুমি কি অভিমানীই থেকে যাবে?
অজানা একটা স্বর ডাকছে
প্রেমে কিংবা প্রতীক্ষায়..