কাব্যানুশীলনে জয়ীতা চক্রবর্তী আচার্য

ভুল জন্মের প্রতিলিপি
ভাঙাচোরা জীবনের বাতিল
সমকাম জানে
জীবন থেকে বহু দূর
চলে যায় ভ্রমণরেখা।।
রহস্যের জানলা দরজা
ভেঙে পড়ছে,
পরাজয় নিয়ে চুপ করে থাকে।।
ঠোঁটের স্নিগ্ধতা
অনুকম্পার অনুভব।
সৃষ্টির আদিমতা-সৃষ্টিকর্তার কারুকাজ,
যৌবনের আগুনে দীপ্তিময়,
ভালোবাসা নিরুদ্দেশ,
সীমাবদ্ধতার প্রকোপে।।
তবু প্রতিনিয়ত স্বপ্ন দেখে চলা,
বয়সের মাধ্যাকর্ষণ, অসমবয়সী প্রেম।।
আগুন! আগুন! আগুন!
মনের আগুনে পুড়েছিলো একঘেয়েমি
হালকা স্পর্শের অনুভূতির রাত,
অভিমান করে বসে,
লাজুক দৃষ্টি মাখা বোবা ইশারা
সেই রাত হয় দীর্ঘতম।
একাকী অপেক্ষায় – সময়ের।।