কাব্যানুশীলনে জয়ীতা চক্রবর্তী আচার্য

১| আলোছায়া
লাইট পোস্টের আলো স্তিমিত
সন্ধ্যের আকাশ মাখে নীলচে – বেগুনিতে
পূর্ণিমার চাঁদ কেমন করে পাগল
শেষ রজনীর গন্ধ ভুলে
সমগ্র জীবনবোধে
সব স্মৃতি ভুলে ! যেমন করে শুকনো ফুল
তীব্র আধাঁর হতে প্রতিদিন
একমুঠো আলো নিয়ে –
একলা ছায়ায় হাজার প্রশ্ন,
কায়াহীন হয়ে খু়ঁজে খুঁজে বেড়ায়,
স্রোতে ভেসে যাই……সুষুপ্তীর অন্ধকারে
২| কে তুমি?
নিস্তরঙ্গ ও মন্থর দুপুর,এক মহাকাশ নিস্তব্দতা।
কিসের অপেক্ষা করো? প্রভাতে,
আঁধারের খোঁজে ফিরে-ফিরে চায়;
ছায়াপথ তখন নিঝুম, অচেনা নক্ষত্র গুলিকে টানি হৃদয়ের কাছে।
রাত-ভাঙা নিঃশব্দে, কোনজন তুমি?
পেঁচা উড়ে আসে পাশে –
নির্জনে পাতার মর্মরে।
অতীত দাঁড়ায় সামনে মুখোমুখি
কোন ঠিকানায়?
৩| শৈশব, হামাগুড়ি..
বৃশ্চিকবলয়
দিশেহারা পথিকের মতো
মায়াময়-দোলনায় দোলে?
জীবন!!!
কথা থাক ধ্রুবক…
এলোমেলো স্বপ্ন,
বেখেয়াল অপেক্ষা।
নিয়মিত হারিয়ে যাওয়ার ইচ্ছা
হারায় দিনলিপি… ঝড়ের বেগে
দুমুঠো সম্পর্ক এসে পড়ে
শাখাপ্রশাখায় থাকে প্রেম।
পেরনো পথের, গল্প হবে,
ডায়েরির ছেঁড়া পাতা।।