ভারতমায়ের মহান ছেলে সুভাষ তুমি বীর
দেশের প্রতি দশের প্রতি ভালোবাসায় ধীর।
কাজের ভিতর দেখিয়েছিলে কাজই তোমার ব্রত
স্বাধীনতার স্বপ্নে জাগাও ভয়ে কাতর যত
দ্বন্দ্বদ্বিধায় পিছিয়ে যারা সবাই হয়ে জড়ো
তোমার ডাকে এগিয়ে ছিলো আবেগ থরথরো।
বিভেদভেদী হৃদয় তোমার বিভেদ রেখে দূরে
নানান ফুলে গেঁথে মালা মেলাও একই সুরে।
স্বাধীনতার অরূপরতন মাকে দেবে তাই
দেশ ও বিদেশ মিলিয়েছিলে আপন করিশ্মায়।
জাগলো যখন আধমরারা তোমার ডাকের মায়ায়
হঠাৎ তুমি লুকিয়ে গেলে কোন আঁধারের ছায়ায়!
স্বাধীনতায় আলোয় রাঙা ভারতমাতার আঁচল
তোমার অভাব মায়ের বুকে তীব্র দাবানল।
বহু বছর কেটে গেছে তবুও আশায় থাকি
আর দেরি নয় ফিরে এসো অনেক কাজ যে বাকি!