হৈচৈ ছড়ায় জয়ীতা চ্যাটার্জী
by
·
Published
· Updated
দাঁত কপাটি
জন্ম যখন নিলে ভায়া
কোথায় ছিল দাঁত?
মুষ্টি চেপে কুস্তি দেখাও
ভয়েই কুপকাত্।
বড়ো যখন হচ্ছ ভায়া
ধরল দুধের বাটি,
ধীরে ধীরে একটা দুটো
বাড়ল দাতেঁর পাটি।
দাঁত কপাটি কড়মড়িয়ে
দেখাচ্ছ যে রাগ
সময় হলে টপ্ টপাটপ্
পড়বে খসে দাঁত।
বদ্যি যতই ডাকো তখন
দাঁত পাবেনা ফের
দাঁতের মর্ম বুঝবে তখন
পাবেই তুমি টের।
কেমন করে কট্ মটিয়ে
চিবিয়ে খাবে হার,
রাগের রোষে দাঁত কপাটির
কমতে থাকে ধার।
তাই বলি কি চুপটি করে
একবার টি ভেবো
দাঁতের পাটি ভাঙলে পড়ে
ধার দেবে না কেহ।।