|| ভাষাতে বাংলা, ভাসাতে বাংলা || সংখ্যায় জবা চৌধুরী
by
·
Published
· Updated
আমার বাংলা ভাষা
বাংলা আমার শৈশবের
প্রথম শোনা ভাষা।
মিষ্টি -মধুর মায়ের গলায়
আমার বাংলা ভাষা।
এই ভাষাতেই সুখে হাসি
এই ভাষাতেই কাঁদি
সুখ- দুঃখ, ভালো-মন্দ
বাংলায়ই বেঁধে রাখি।
বাংলা আমার যৌবনেরই
প্রথম ফোঁটা ফুল।
মন-দেয়া আর মন-নেয়াতে
বাংলারই সব বোল।
দেশ-বিদেশে কত ফিরি ঘুরি
জীবনের সংগ্রামে
বাংলার মুখ মনে ফিরে আসে
প্রতিদিন প্রতিক্ষণে।
মায়ের মুখটি স্বপ্নেতে ভাসে
ভাসে বাংলার মুখ।
বাংলায় ভাবি, বাংলায় বলি
বাংলা সর্বসুখ।
বাংলা আমার ধমনীতে বয়
হয়ে যে ফল্গু-ধারা l
সকল ভাষার সেরা যে ‘বাংলা’
আমি তায় মাতোয়ারা।