কবিতায় জয়িতা চট্টোপাধ্যায়

বোধনের পর
সত্যি, তোমার শরীরে দুর্লভ ওষুধ আছে বটে
না হলে তোমাকে চুমু খাওয়ায় পর আমার জিভ এভাবে আনন্দে লাফাতে লাফাতে নিস্তেজ হয়ে যায় বলো?
আর অবাক করার মতোই তোমার অভিভূত দুটো চোখ,
খোলা জানালা মতো কেমন মেলে রাখো আমার সামনে,
আমি আরোও আরও কাঙাল হয়ে যাই, সার্থক হয় আমার দৃষ্টি
নীল চাদরের নীচে থাকা তুমি মানে তেজস্ক্রিয় শীতের সকাল বেলা,
স্পর্শনামে নেচে ওঠে নখর শব্দ, চঞ্চল হয়ে ওঠে ঠোঁটের পাপড়ি,
অনায়াসেই আমার সেই বিকেলবেলাটা মেয়ে হয়ে যায়,
আর
তারপর মোহনায় ভেসে যায় তার খোলা চুল,
সিঁদুর রাঙা টিপ, লাল পাড় শাড়ি
তার নামেই নদীটা কেমন জমকালো হয়ে ওঠে….