T3 সাহিত্য মার্গ || ১৫০ তম উদযাপন || সংখ্যায় জয়ন্ত চট্টোপাধ্যায়

কীর্তন
সুযোগসন্ধানী কবি বুকের যন্ত্রণায়
ঝাল ঘষে গেঁথে নেন রাধাবিরহের পদ
তাসপেটা বিকেলের পাশে চোখ টিপে
ক্লান্তির খুশি বিলিয়ে দিচ্ছে রুদ্র প্রবল
প্রস্থানপথের সমান্তর অজস্র ভুল অংক
যোগবিয়োগ কাটাকুটির ফ্যাশন শো
উর্বশীর ঘোটকীপদে তীব্র ঘুঙুর
রাধা নয় দুরূহকোণে চন্দ্রাবলীমুখ
যত মরাকোশ কালোদাগ ঠেলে জেগে
চিকন আলোর নেশায় ভৌতিক চোখে
প্রতিবিম্বহীন বিফল রসায়ন
প্যাঁচা ডাকে ভগ্নসপ্তক চকিত আলোর
দুর্বোধ্য সংজ্ঞায় অমলিন কলঙ্কচাঁদ
বিরোধাভাস মেখেছে উজ্জ্বল।