দিব্যি কাব্যিতে জয়ন্ত চট্টোপাধ্যায়

গান

শুক্লাদশমীর চাঁদ পাটাতন জুড়ে গন্ধরাজ মেলা
বেসুরো বাঁশির মনোহরণ ঘুমন্ত মাঝির বৈঠা
সুখ মেপেছিলো মৎস্যগন্ধা সুর ও তরল নির্ঘুম
ভেসে যাওয়া প্যাঁচার উল্লাসচোখে বেপরোয়া ছবি
সুখদৃষ্টি মাখা রাতে জাদুকর ফুল ও মধুপ
মিহিস্রোত মসলিনে মিশেছিলো আগুনের ঘ্রাণ

সে রাত গড়িয়েছে জলে নির্লিপ্ত দাঁড়ের টানে
ঘুমের ভেতর হাঁটা লোকটির মতো যান ও জীবন
নির্ভুল মধুচন্দ্র রাতের আরব ইচ্ছামরূদ্যান
পাটাতন আকাশ নৌকো গন্ধরাজ আলোর শীৎকার
সব মিশে অমিয় তরল
সর্বভুক বিস্মরণ কৌতুক জানে না।

বাঁশি আলো গন্ধ হাওয়া চাঁদ ও প্যাঁচার বিরহসংগীত।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।