দিব্যি কাব্যিতে জয়ন্ত চট্টোপাধ্যায়

টিলা – ২
টি।
টিলার নাম টঙ্ পাহাড়
এখন টিলা দেখলে আমার প্রাণ কাঁপে
কোমরে দুটো স্টিলপাতি চারটে স্ক্রু
ওই শত্রু জয় করে তোমাকে পাওয়া
জীবন আর যাওয়ার মাঝে লটকাই
এখন আবার হাঁটি ভয় জাগে কখন যে
খুলে যায় পাতি বা স্ক্রু,পুতুল হতেই পারি!
রি।
রি রি করে ওঠে মন
হাসিমুখ দেখে বুক পোড়ে
যাবতীয় ব্যঙ্গবিষাদ সব এক ও এককে!
এইসব কূটকৌশল যারা সব লুটেপুটে খায়
সবকিছু তাদেরই জন্য?
সুন্দর নর্দমায় গেলে নীতিবাক্য পাশ ফিরে কাঁদে।
দে।
দে বললেই কেউ কিছু দেবে এমন ভরসার
মান্যতা দেবে কে?
যৌবন নামের অবহেলিত যুবকটি জানে সেইসব
তাস পেটাপিটি মনকে বাঁচায়।
লিপিময় উন্মনা চোখ একবার দুয়ারে হাসি
তালসারি পার হয়ে যে ডোবে সে কিছু
নতুন আলোর ট্রেলার দেখায়।