সাতে পাঁচে কবিতায় জয়িতা ভট্টাচার্য
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
তেরোজন
অন্ধকার থেকে আরো ঘন
অন্ধকারে ডুবন্ত টাইটানিক।
আগুন,বরফ,জলময়
প্রতিটা কামরায় এক একটা স্বপ্ন ছিলো।
প্রতিটা গাছেই চাঁদ ঝুলেছিল
উফ, দম বন্ধ হয়ে যায়!
তেরোজন সৈনিক তেরোদিন পর এসেছে ,
একে একে নিজস্ব মৃতদেহ চিনে নিতে এসেছে ,
বাদল আঁধার রাতে
ওরা ক্লান্ত আর শান্ত হয়ে গেছে, ভয়ঙ্কর সভ্যতার অসার শরীর জুড়ে ,
জুড়ে বসে আছে ভাঙা দ্বীপে,
আসবে হয়তো মাঝি,
নৌকো ডোবেনি হয়ত,
নদী বলে ,চলো,চলো,
চলো,চলো
এসেছে ডাকপিওন
তেরোজন মৃতদেহ আজও শুধু জলে আর ডাঙায়,
ওঠে, বসে,হাই তোলে
মানুষ মানুষ মানুষ প্রত্যেকে
লাশ হয়ে আছে …