দিব্যি কাব্যিতে জয়িতা ভট্টাচার্য

সংসার
যখন সব কিছু খরচ হয়ে যায়,
তখন আমার মেয়ের নাম রাখি ঈশ্বরী।
চৈত্র বাতাসে এলোমেলো নীড় নষ্ট হয়েছে,ঝড়ে,
সব পাখি ছেড়ে গেছে,
ভাঙা বাসা;
জাত সাপ,
কাঁটা বিষ,
এক ছোবলেই শেষ।
আমার ছেলের নাম
সিদ্ধার্থ হলে
সেও কি চলে যেত মা-কে ফেলে?
আমি দেবদাসী, নগরের,
নগ্ন শরীর ঝলসে পোড়া
গাজনের সং,
কাঁটার ওপর দাঁড়িয়ে।
সংসার পুড়ে খাক আগুনে।
রঞ্জাবতী আঁধার রাতে শরীর বেচে হাটে-বাটে।