মার্গে অনন্য সম্মান জয়ন্তী ভারতী (সর্বোত্তম)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব – ১০১
বিষয় – আধুনিক
আধুনিক
রঙিন চশমা চোখে এঁটে
কাটাচ্ছি দিন জোরছে ছুটে,
জীবন আজ পেঁচিয়ে গেছে
বিবর্তনের ঘূর্ণিপাকে।
যৌথ পরিবার ভাঙতে ভাঙতে
থমকে দাঁড়ায় ক্ষুদ্র থেকে অতি ক্ষুদ্রে,
বনেদিবাড়ির রূপ বদলায়
ঝাঁ চকচকে ফ্ল্যাট বাড়িতে।
মা-বাবা ডাকে আছে পুরনো সোঁদা গন্ধ
মম ড্যাড ডাকে পায় বেশি স্বাচ্ছন্দ্য,
বাংলা ভাষা বড্ডো গেঁয়ো, কেউ বলে না কথা
ইংরেজিতেই সরোগরো, ব্যাকরণটা বৃথা।
জিন্স টপেতে জীবন সচল
শাড়ি সালোয়ার বড্ড অচল,
শৃঙ্খলতায় আটকে রাখে শাখা সিঁদুর পলা
এসব নাকি লোক দেখানো, বলে বিবর্তনের খেলা।
মানুষ আজ আর নেইকো মানুষ
হারিয়ে ফেলেছে মান আর হুশ,
মন্দ ভালোর বিভেদ ভুলে
জীবন ডুবছে নেশার কবলে।
উত্তেজনার পারদ চড়িয়ে
নিচ্ছে সবাই মজা চেখে,
যুগের সাথে তাল মিলিয়ে
জীবন চলছে মৃত্যুর অভিমুখে।