কাব্যানুশীলনে জয়িতা ভট্টাচার্য

চাকা
একঝাঁক ভালোবাসা
উড়িয়ে দিয়েছি
একঝাঁক ভালোবাসা
উড়ছে আকাশে
সঠিক নিশানায় সমুদ্রে ঝাঁপ
নির্ভুল তুলে নেবে শিকার
যতটা আমি চেয়েছি
ততটা কি তুমি !
জনসাধারণ থেকে দূরে যেভাবে সীতার বনবাস
নদীপারে বসে বসে ঠায় দেখি
খসে পড়া বিকেলের গ্লানি
দু একটা ভালোবাসা ফিরবে চেনা ঠিকানায়
সবিশেষ না হলেও তুমি ছাড়া
বাঁচা দায়
অপেক্ষা তোমার জন্য
ভালোবাসা
যেভাবে মৃত্যুর সন্ধানে জীবন।