T3 || স্তুতি || শারদ বিশেষ সংখ্যায় জয়দেব বেরা (রামধনু)

বর্ষা মানেই তোমার সৌন্দর্য

বৃষ্টির সৌন্দর্য উপভোগ করি-
আমি প্রেমিক বেশে এসে ;
ভালোলাগে, যখন বৃষ্টির ধারা
তোমার রূপে এসে মিশে।

বৃষ্টিভেজা চুলের থেকে বৃষ্টির ফোঁটা যখন-
এসে জমে, তোমার লাজুক ঠোঁটের কোণে;
তখন তোমার ওই বৃষ্টিভেজা মুখখানির ছবি
আমার হৃদয় আঁকে আপন মনে মনে।

বর্ষা আনে প্রেমের জোয়ার
তাই বর্ষায় তুমি থাকো একটু অভিমানী;
বৃষ্টির দিনে প্রেম দিয়ে রাগ ভাঙাতে যাই
কারণ তুমি যে আমার প্রিয় বর্ষার রানি।

বর্ষার সময় আকাশের বুকে
মেঘেরা আঁকে প্রেমের আল্পনা;
আবার বিদ্যুতের হাসির শব্দে
তুমি বৃষ্টিভেজা শরীরে জড়িয়ে ধরো আমার হৃদয়খানা।

তাই বর্ষা মানেই তোমার সৌন্দর্য
বর্ষা মানেই তো প্রেমের প্রিয় রাত;
প্রেমের বন্ধন অটুট করতে –
সারাটিজীবন আমার বুকে থাকুক তোমার দুটি হাত।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।