T3 || স্তুতি || শারদ বিশেষ সংখ্যায় জয়িতা ভট্টাচার্য

জাগরী
আনন্দর হাত ধরে এগিয়ে যাচ্ছেন তিনি।দীর্ঘ বনে ছায়া।সামনে জলাশয় ওখানে রূপোলি মাছেরা নাচে।
এতদূর এসে একবার ফিরে দেখবেন তথাগত।পেছনে পরে আছে ধ্বংসের শেষ চিহ্ন। মরা খেত।জনহীন।তথাগতর মুখে প্রশান্তি।পেরিয়ে এসেছেন সেই অস্থির কালখণ্ড।
অবশেষে মুক্তি!
এগিয়ে যাচ্ছেন আভরণহীন সন্ন্যাসী অনন্তের পথে।সঙ্গী অসীম আনন্দ।সামনে জননীর আঁচলের মতো নীলাভ অনিমিখ।
তবু,শেষবার ফিরে চাইলেন তিনি।
কিন্তু একি!এ কার ক্রন্দন!
ওই দূরে এক বালিকা।আনত চোখ,গুঞ্জা ফুলের মতো করতল রক্তাক্ত হয়ে আছে আর দুটি পা ধুলায় মলিন।
বন প্রান্তে একা সেই কন্যা চেয়ে আছে তাঁর দিকে।নয়ন পলকহীন।
ধীরে ধীরে তথাগত,আনন্দের হাতখানি ছেড়ে বুকে নিয়ে বেদনার ডালি,ফিরে চললেন বধ্যভূমির দিকে পুনরায় __একাকী।