T3 সাহিত্য মার্গ || ১৫০ তম উদযাপন || সংখ্যায় জয়িতা ভট্টাচার্য

বৈষ্ণবী
আকাঙ্খার কোনো শব্দ হয় না।
ধৈবতে কোমল
নদী
প্রলম্বিত আলাপ
সহজিয়া প্রেমে
আগুন।
বেগানা বাতাসে
নাভিতে পদ্ম
এঁকেছ
রাতফুল।
বয়ঃসন্ধি জাগে
এপারেও
তারাপাত ।
চাঁদের নিয়নে
নিকোনো উঠোনে
তুলসীতলা।
শঙ্খ লাগে রাগ
বিভাসের
অন্তরা
দুন্দুভি
যোনিফুলে
পদ্মরাগ
বৈষ্ণবী
এলোকেশী।
অনন্ত রমণ
ফকির
দোতারা
ভৈরবী সঞ্চারী
গায়
ঊষার নদী।
বৈষ্ণবী
জয়িতা ভট্টাচার্য
আকাঙ্খার কোনো শব্দ হয় না।
ধৈবতে কোমল
নদী
প্রলম্বিত আলাপ
সহজিয়া প্রেমে
আগুন।
বেগানা বাতাসে
নাভিতে পদ্ম
এঁকেছ
রাতফুল।
বয়ঃসন্ধি জাগে
এপারেও
তারাপাত ।
চাঁদের নিয়নে
নিকোনো উঠোনে
তুলসীতলায়।
শঙ্খ লাগে রাগ
বিভাসে
অন্তরা দুন্দুভি
যোনিফুলে
পদ্মরাগ।
বৈষ্ণবীর এলোকেশ।
অনন্ত রমণ
শেষে
ফকির দোতারা
গায়
ভৈরবী সঞ্চারী
ঊষার নদীতে।