দিব্যি কাব্যিতে জয়িতা ভট্টাচার্য

ছেঁড়া তার
এখন কেবল দেখে যেতে হবে
একটা একটা করে ফুল ঝরা,
পাতা ঝরা।
এখন চোখ বুজে থাকার দিন
কান বন্ধ করে থাকার সময়,
মেঘ আসে মেঘ যায়, বৃষ্টি পড়ে,
পথ ভিজে যায়,
চেয়ে চেয়ে দেখি চুপচাপ।
নীরব দিন আর রাতের সংঘঠিত
যত পাপ,
এতগুলো বছর নাছোড় কাজ
অকাজের মনে হয়
সব।
জলীয় বাতাসেবসন্ত আর শীতের দিন আসে-যায়,
তেমন কিছু ঘটে-না।
পায়ে পায়ে চাঁদের সীমান্তে,
অযথা উল্লাসে শেয়ালের ডাক,
ভাবি শুধু শুধু কেটে গেল দিন
সাদা পাতায় পড়েনি কোনো দাগ।