|| শাম্ভবী সংখ্যা ২০২১ || T3 শারদ সংখ্যায় জয়িতা ভট্টাচার্য

অন্তর্ধান
অন্ধকার থেকে আরো ঘন
অন্ধকারে ডুবছে টাইটানিক।
এক একটা স্বপ্ন অতলে
প্রতিটা গাছে
অথচ
চাঁদ ঝুলেছিল
প্রতিটা মা দুধ দিয়েছিল
মরে গেছে তবু তারা
তবু আসে
ওই তেরোজন
সৈনিক
তেরোদিন পর
আবার
এসেছে নিজস্ব
মৃতদেহ
চিনে নিতে
বাদল আঁধার রাতে
ভয়ঙ্কর সভ্যতার
অসাড়
শরীর জুড়ে ,
বসে আছে ভাঙা
দ্বীপে,
হয়ত নৌকো
ডোবেনি নদী বলে চলো,
এসেছে
ডাকপিওন।
ওই তেরোজন
এখনও
জলে আর ডাঙায়
ওঠে বসে
হাই তোলে