কবিতায় পদ্মা-যমুনা তে ইব্রাহিম সিকদার

তোমার লেলিয়ে দেয়া স্মৃতি
তোমার লেলিয়ে দেয়া স্মৃতি গুলো
আজো তাড়া করে ;
ছোটো-ছোটো কথার ফাঁকে
লাজুক চোখে ডাকে !
তোমার লেলিয়ে দেয়া স্মৃতি গুলো
আজো তাড়া করে ;
ঘনকালো মেঘ খোঁপাতে
ফুলের পশরা বসে !
তোমার লেলিয়ে দেয়া স্মৃতি গুলো
আজো তাড়া করে ;
ডায়রীর পাতায় পাতায়
তোমায় নিয়ে কাব্য ধরা পড়ে !
তোমার লেলিয়ে দেয়া স্মৃতি গুলো
আজো তাড়া করে ;
তোমার লেখা চিঠি এখনোও
বুক পকেটে ঘুরে !
তোমার লেলিয়ে দেয়া স্মৃতি গুলো
আজো তাড়া করে ;
যে’দিন লাল শাড়ীতে ঘোমটা দিলে
প্রেমের কবর খুঁড়ে !