গারো পাহাড়ের গদ্যে ইব্রাহিম সিকদার

ত্তয়াক্
আমি কিছুই বলবো না; কোন অভিযোগ অনুযোগ করবো না।
শুধু ত্তয়াক্ করে ঢেলে দিবো যত ছিলো অপ্রয়োজনীয় আলাপন অসহ যাতন।
বিনিময়ে অন্য আশ্রমে চেয়ে নিবো কিছু স্বচ্ছ সরল মিষ্ট ভাষণ। সাধারণ সময় অসাধারণ ভেবে কতোই না ভুল করেছি, সেসব আজ মস্তবড় বিপদ হয়ে গলায় কাঁটা হয়ে বিঁধে আছে।
চেয়ে নেয়া দিন, চেয়ে চেয়ে থাকা পথ জানে কতটা আশাপ্রদ হয়ে বিবাদের আবাদ ভেঙে বুকভরা আশা নিয়ে অপেক্ষা করে থেকেছি ; ভেবেছি এইবার বুঝি সূর্যদিন এলো।
কখনো কখনো পাহাড়ি ঢলের মতো তাঁহার ক্রন্দনে ঢলে পড়েছি লোকালয়ে তখন ভাসিয়ে দিয়েছি মাইলের পর মাইল অক্ষত আবাসন !
আজ কয়েক যুগ পর চেনা সব আচারণের ভাষা বুঝে, ভীষণ আক্ষেপে ছোঁড়ে ফেলে সব পুরাতন ; নতুন দিগন্তের পথে হাঁটার অভিপ্রায় জেগেছে আমার মননে।
আমি পণ করেছি এবার হাঁটবো নতুনের সাথে, সুন্দর সরল কোন মসৃণ পথে মমতাকে চিনে জেনে শুধু সুখের প্রত্যয়ে ।