গারো পাহাড়ের গদ্যে ইব্রাহিম সিকদার

আকুতি
অদ্ভুত এক দোদুল্যমান নৌকায় দোল খেতে খেতে
একদিন হঠাৎ ঝড়ো হাওয়ায় নৌকাটা ডুবে যাবে৷
ডুবে যাবে এই রংঙের দেহখানি মুছে যাবে প্রাণের অস্তিত্ব৷
দেনা পাওনা চুকিয়ে দেবো, হয়তো দেবার সুযোগ পাবো না তবুও ক্ষমা করো মোরে আমার শেষ যাত্রার খবরে অন্তিম শয্যাকালে৷
স্মৃতিকথায় বসো আমাকে নিয়ে কদাচিৎ, যদি কিছু করে থাকি ভালো কিছু দিয়ে থাকি নিঃস্বার্থে নিদারুণ কষ্টের বেড়াজালে থেকেও বাড়িয়ে দিয়ে থাকি হাত কিছু করার তরে তবে মনে করো আমাকে কোন এক শীতের রাতে বন্ধুদের আড্ডায় বসে৷
পার্থিব জীবনে ধরো আমি কিছুই দিতে পারি নি মুঠো ভরে, তবুও আমাকে মনে করবার একটা উপলক্ষ্য খুঁজো মন দিয়ে, অথবা মনকে জোর করে বসিয়ে খুঁজো, পেয়ে যাবে কিছু ভালোবাসা যা দিয়েছিলাম ভালোবেসে তাই ভেবে একটু হলেও মনে করো আমাকে, আমিযে মরেও বেঁচে থাকতে চাই তোমাদের মনে তোমাদের অন্তরে৷