কবিতায় ইব্রাহিম সিকদার

কবির চোখে চেয়ো না
কবির চোখে চেয়ো না
তুমি গলে পড়বে মোমের মতো,
গড়গড় করে আদ্যপ্রান্ত বলে দেবে সব
লিখে ফেলবে একখানা গদ্য কবিতা
জেনে যাবে সবাই যা ছিলো
লুকায়িত তোমার এতো কাল !
কবির চোখে চেয়ো না
তুমি সরল হয়ে যাবে সরল রেখার মতো,
আঁকাবাঁকা রেখা টেনে যতো করেছ প্যাচ
ধরা পড়বে এক নিমিষে
সব খেলা হবে শেষ !
কবির চোখে চেয়ো না
তুমি লাভের হাটে গলা ছেড়ে
গাইবে সাম্যের গান,
অগৌণে শত্রু হবে তোমার শতশত
তবুও তুমি ছাড়বে না হাল !
কবির চোখে চেয়ো না
তুমি বিচ্ছিন্ন হয়ে যাবে পুঁজিবাদী
এই সমাজের চোখে, আঁধারের কারবার
বাজপাখির মতো ছুঁ দিয়ে
উঠিয়ে নিবে তোমার সত্তা থেকে !
কবির চোখে চেয়ো না
তুমি প্রেমে পড়ে যাবে ধুলোমাখা
নৈশ আঁকা গড়নের সাদা চোখের
প্রত্যাখ্যাত নিশ্চল মেয়েটার স্বভাবে,
ফিরতে পারবে না ঘরে
থেকে যাবে সাদামাটা মেয়েটার টানে !
কবির চোখে চেয়ো না
তুমি সটান হয়ে গলা উঁচু করে
ফ্যাসিস্ট তন্ত্রের মুখের উপর
আগ্নেয়গিরির লাভা ঢেলে
প্রতিবাদ প্রতিরোধে কাঁপিয়ে দিবে রাজপথ,
বিপাকে শিষ্টাচার ফ্যাসিস্টরা তোমায়
দেশদ্রোহীর মামলা দিয়ে
হাতে হাতকড়ি পড়িয়ে
জেলে রাখবে ভরে !
কবির চোখে চেয়ো না
তবে তুমি স্বপ্ন দেখবে
এই বিভক্ত বিশ্বের সব কাঁটাতার
উধাও হয়ে গেছে যেখানে
সবাই সমান, তুমি আমি , আমরা,
আমাদের থাকবেনা আর সীমানা
মুক্ত পথে ঘুরে বেড়াবার !