কবিতায় পদ্মা-যমুনা তে ইকাবুল সেখ

যতদূর চোখ যায়
স্মৃতির পাতা থেকে যতদূর মনে পড়ে,
কয়েক শতাব্দী আগে, এক পড়ন্ত বিকেলে।
সবুজের ঘেরা মাঠের মাঝে বসেছিলাম,
যতদূর দৃষ্টি যায় শুধুই সবুজ ভালোবাসা।
হাজারো মন খারাপের বিকেলও যেন,
ওই বিকেলের কাছে মাথা নত করে।
দক্ষিণ হেলে সূর্যটা পশ্চিম দিগন্তের পথ ধরেছে,
তেজ বহুগুণ কমে এসেছে।
ফুরফুরে মোহিত হওয়া বইছে চারিদিকে,
কিছু জমি সবুজে শ্যামলে ভরপুর,
কিছু জমি সদ্য চাষ দেওয়া হয়েছে।
ফসলের ঘ্রাণ আর মাটির নেশাত্মক গন্ধ,
একেবারে উন্মাদ করে দিচ্ছে আমায়।
কীটপতঙ্গ ও পাখিরা নিজের তালের গান গাইছে।
তারই মাঝে বারবার নিজেকে হারিয়ে ফেলছি।
প্রহরের পর প্রহর কেটে যাচ্ছে,
তবুও ঘরে ফেরার নাম গন্ধ নাই।
এটাই হয়তো প্রাকৃতিক সৌন্দর্যের মহিমা,
এক অবিশ্বাস্য কেরামতি।