কবিতায় পদ্মা-যমুনা তে ইব্রাহিম সিকদার
by
·
Published
· Updated
সীমানা
আমার সীমানা অনেক ছোট আমি সেই ছোট সীমানায় আমার মানুষদের নিয়ে দিব্বি ভালো আছি৷
আমার উড়াল মন শুধু মাঝেমাঝে সীমানা পেড়িয়ে যায় ঢের বিশেষনে বিশেষায়িত এক অদেখা ভুবনে যে ভুবনের পরতে পরতে লুকিয়ে আছে বিস্ময়কর নেশা৷
যেখানে অবয়ব বিকিয়ে দিয়ে সামনে যাবার নিমিত্তে
দৌড়, আর দৌড়ের গতিতে পিষ্ট হওয়া মানুষের পাজরের হাড় ভাঙার শব্দ মিশে যায় প্রসিদ্ধিতে ভরা আলোর ঝলকানিতে৷
আমি সেখানে গিয়ে ওদের মতো করে দৌড়ে পৌঁছে যেতে যেতে ফিরে আসি আবার আমার সীমানায়৷
যেখানে কেটে যাচ্ছে আমার মতো আরো অনেক ছোট সীমানার মানুষদের এক একটি হাসি, আনন্দ, কষ্টের মায়াময় দিন৷
আমি এভাবেই বেশ আছি তোমাদের মাঝে আমার আমিকে ক্ষুদ্রকায় মেলে ধরে৷