কবিতায় পদ্মা-যমুনা তে ইব্রাহিম সিকদার

ভাবনা
কেউ একজন আমার কথা ভাবে
কেউ কেউ আমার কথা ভাবে
কেউ কেউ কেউ অন্য কেউ আমার কথা ভাবে
আর আমি কেউ কারো ভাবনায় বেঁচে থাকি৷
আমি কারো কথা ভাবি
কারো কারো কথা ভাবি
কারো কারো কারোর কারো কথা ভাবি
ভাবনায় ঢলঢলে কিছু অংকিত ছবি৷
পূর্ব গগনে উদয়ন রবি
মানবজীবন অবিকল সবি
ধীরে ধীরে এগিয়ে যায় পশ্চিমে
কখনো ভাবনায় ডুব দিয়ে চলে যায়
অনন্ত অস্তের খুব কাছাকাছি !