কবিতায় পদ্মা-যমুনা তে মোঃ ইমন মিজি

জীবন গাড়ি
ঘুরে চলে জীবন চলন্তগাড়ি
দেহঘড়ি সময়ঘড়ি একা বেকা বাহারি
স্বপ্ন দেখে সবাই জীবন অধিক হোক তাহারি
ধুলোপথ মর্মব্যথা জন্ম সাদামাটা
যখন মানবদেহের কলকব্জা বসে যায় আর চলেনা,
থাকে বসে বিছানাগত হয়ে
গাড়ির তো একই অবস্থা নির্ভরযোগ্য ক্ষমতা হারিয়ে
ভেতরের শক্তি যায় চলে ঠিক কি কথা
ছোট গাছ পরিণত হয়ে বড় হলে
গাছে ভরা পাতা সজীবতা জীবন পেল
হলুদরঙ ধারণ করে রূপ বদলে ফেলে
পরবর্তীতে ফল দিয়ে বিস্ফোরিত হয়ে গেল
পথে রাস্তায় চলে দেহ সম্বল নিয়ে
যতক্ষণ ভালো থাকে আর বলে
যায় ভেঙে চুরমার হয়ে,
মরিচা ধরে অপতিত জমিতে থাকে পড়ে
যখন হয়ে যায় নষ্ট, অকেজো হয়ে পথে বারে কষ্ট!
হাড় বেরিয়ে যায় বসে পড়ে ঘরে
মানব দেহ আর চলে না দেহ ঘোড়া
অচল হয়ে পড়ে।
শিকড় ছাড়া গাছ দাঁড়িয়ে থাকতে পারে না
মানবদেহের একই অবস্থা
বল শক্তি হারিয়ে গেলে অচল
দাঁড়াতে পারে না।
আকাশে অন্তহীন হয়ে পড়ে দিন
দিনান্তের কোনদিন আয় জীবন যায় বেঁচে
বৃহস্পতিবার এক রকম শুক্রবার আরেক
জলছবি চিত্র মানুষ বুঝে স্পষ্ট!
চমৎকার
মন খুশিতে মাতোয়ারা হয়ে গেল
অনলাইনে আমার লেখা কবিতা দেখে
যিনি এখানে দিয়েছেন তার জন্য আমি কৃতযোগ্য রইলাম