T3 || ১লা বৈশাখ || বিশেষ সংখ্যায় ইউসুফ মোল্লা

মৃত্যু খাদ
মৃত্যু খাদের শেষ কিনারায় দাঁড়িয়ে জীবনকে উপভোগ করেছো?
সেখানে আছে শেষ নিঃশ্বাস আর শেষ চাওয়া!
সেখানেই তোমার প্রিয় মানুষের মুখটা উজ্জ্বল দেখাবে।
যেভাবে আর কখনো কাউকে উপভোগ করোনি।
হাসপাতাল থেকে ফেরা তোমার ইনহেলারবিহীন জীবন,
এখানেই আছে ফেলে দেওয়া শ্যাম্পুর বোতল,
ঠিক তোমার পড়ে থাকা জীবনের মতো।
শেষ সংবাদ যে বাতাস বয়ে নিয়ে যাবে,
তার সাথে তুমি মিশে যেতে পারো এই মুহূর্তে।
এইভাবেই দিনের শেষে পাপড়ি খোলার মতো,
একটা একটা মরা পাতার হিসেব নিয়ো।
মৃত্যু খাদের শেষ কিনারায় দাঁড়িয়ে জীবনকে উপভোগ করো!