হৈচৈ কবিতায় ইমরান খান রাজ

নতুন স্বপ্নের হাতছানিতে

চৈত্রের রাত্রি কাটিয়ে
ফসলের মাঠ ফাটিয়ে
বৈশাখ আসে নতুন ধানের সাথে
কৃষকের উঠোন জুড়ে।

আম-কাঁঠাল পাকিয়ে
নদীর পানি শুকিয়ে
বৈশাখ আসে তীব্র গরমে
ঝড়-বৃষ্টির বার্তা নিয়ে।

পান্তা ইলিশ ভোজনে
বর্ষবরণ আয়োজনে
বৈশাখ আসে বাঙালির ঘরে
নতুন স্বপ্নের হাতছানিতে।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।