কবিতায় পদ্মা-যমুনা তে ইমরান খান রাজ

যদি ধরো আমার হাত

ধরো আমার হাত-
তোমায় সাথে নিয়ে পাড়ি দেব
হাজারো পথ, যতই আসুক সংঘাত।

ধরো আমার হাত-
তোমায় বাসবো ভালো মনের মতো
সারাজীবন, বিনা অযুহাত।

যদি ধরো আমার হাত-
তোমায় নিয়ে কাটিয়ে দিব দিন
বৃথা যাবে না একটি রাত।

ধরো আমার হাত-
তোমায় ছুঁয়ে দিলাম কথা
তোমাতেই হবো কুপোকাত।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।