কবিতায় পদ্মা-যমুনা তে ইমরান খান রাজ

যদি ধরো আমার হাত
ধরো আমার হাত-
তোমায় সাথে নিয়ে পাড়ি দেব
হাজারো পথ, যতই আসুক সংঘাত।
ধরো আমার হাত-
তোমায় বাসবো ভালো মনের মতো
সারাজীবন, বিনা অযুহাত।
যদি ধরো আমার হাত-
তোমায় নিয়ে কাটিয়ে দিব দিন
বৃথা যাবে না একটি রাত।
ধরো আমার হাত-
তোমায় ছুঁয়ে দিলাম কথা
তোমাতেই হবো কুপোকাত।