সাহিত্য হৈচৈ তে ইমরান খান রাজ

১| নাচছে খুকী

বৃষ্টি এলো উঠোনে
নাচছে খুকী আপনমনে
নাচ দেখে দিচ্ছে তালি
ইনি, মিনি, চৈতালি।
নাচতে গিয়ে পিছলে-পা
খুকী বলে উরে-মা
বান্ধবীরা উঠলো হেসে
দাদাঠাকুর আসলো কেশে।
পিছল খেয়ে ভাঙলো-পা
হাতে নিলো কুড়াল-দা
বান্ধবীদের দিলো দৌড়
পৌঁছে গেলো পঞ্চগড় !

২| লাগামছাড়া

ছুটছে পেঁয়াজ লাগামছাড়া
বেজায় গতিতে,
কৃষক ভাইয়ের ঠ্যাং ভেঙেছে
দালালের লাঠিতে !
মাথার ঘাম পায়ে ফেলে
ফলায় যারা শস্য,
তাদের ভাগ্যে জোটে শুধু
পান্তা ভাতের কষ্ট !
দালানে বসে ফোন ঘুড়িয়ে
যারা করে কামাই,
ঘাড় ধরে চলো ওদের সবাই
রাস্তায় টেনে নামাই !
কৃষকের চাই ন্যায্যমূল্য
প্রতিটি ফসলে রোজ,
তবেই এদেশে ফুটবে হাসি
হবে খুশির ভোজ।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।