কবিতায় পদ্মা-যমুনা তে ইমরান খান রাজ (গুচ্ছ কবিতা)

১| চিঠি
এইতো সেদিনের কথা,
একটা চিঠি পাঠিয়েছিলাম-
তোর ঠিকানায় !
কতকিছু লিখেছি সেথায় !
যদি কখনও পড়িস-
তখন বুঝবি।
প্রায় এক কোটি বছর হলো,
তোকে দেখিনা !
মনের ভেতর কত-হাজার প্রশ্ন-
উঁকিঝুঁকি দিচ্ছে,
তা কেবল আমিই জানি।
তাইতো এই চিঠি-টা লিখেছিলাম।
কিন্তু তুই হয়তো এখনও হাতে পাসনি,
আর কেন জেনো মনে হচ্ছে,
আমার এই চিঠিটা তোর হাতে
পৌঁছবে না কোনদিন !
২| যদি কেউ না আসে
যদি কেউ না আসে
কেউ ভালো না বাসে
তবে চলে আসিস
বুক ধরে পাবি ভালোবাসা।
যদি কেউ না ডাকে
কেউ পাশে না বসে
তবে চলে আসিস
মন ভরে দিবো খুশিতে।
যদি কেউ না তাকায়
কেউ খুঁজে না বেড়ায়
তবে হাতটা ধরিস
পাশে পাবি সেথায়।