সম্পাদকীয়

কথার জাদুকরী,
মায়াময়, ছায়াময় জগত আর পাহাড়ী পাকদণ্ডীর রূপকথা ভাগ্যিস চিনিয়ে গিয়েছিলেন, তাই তো হলদে পাখীর পালকের ম্যাজিক আর বাতাস বাড়ীর স্বপ্নে ভেসে ভেসে জীবনের নানা বাঁকে নানা ফুলের রঙ, আর পাখীর ডাকে ভুলে যেতে শিখলাম স্বপ্নের কোথায় শেষ আর বাস্তবের কোথায় শুরু। ভুতেরা যে সব ভুতুড়ে হয়েও লোক খারাপ হয় না আপনি জানতেন, স্বপ্ন দেখার পাশওয়ার্ডের খোঁজ খেরোর খাতায় আপনিই লিখতে পারতেন।
ছায়াময় জগতে ছায়া হয়ে দিব্যি আছেন জানি। এপারে আবার আসবেন । স্বপ্ন দেখার বড্ড দরকার নতুন করে আবার ।
বিলম্বিত শুভ জন্মদিন লীলা মজুমদার ।
ইন্দ্রাণী ঘোষ