সম্পাদকীয়

 

বিশ্বকাপ শেষ হতে আরেকটা ভারতরর্ষ চোখের সামনে ফুটে উঠল । মহাম্মদ সিরাজ ফাইনাল ম্যাচ হেরে হাউ হাউ করে কাঁদছেন , তাঁর পিঠে হাত রেখে শ্রেয়াশ আইয়ার আর ভিজে চোখে মহাম্মদ শামি, রোহিত শর্মা, তাঁর পাশে পাশে হাঁটছেন । এই তো আমাদের ভারতবর্ষ , যেখানে ক্রিকেটকে ভালবেসে সব পাড়ার সিরাজ, সামী, রোহিত, রাহুলরাও হেরে গেলে একসাথে কাঁদতে পারে ধর্ম ভুলে, জাতি ভুলে, দাঙ্গা ভুলে ।
ছয় বার যে দেশ বিশ্বকাপ জেতার ক্ষমতা রাখে সে দলকে মুক্ত কণ্ঠে বলতে পারি আমরা ‘শাবাশ’ ।

ইন্দ্রাণী ঘোষ

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।