সম্পাদকীয়

‘ যারা পরে এল আগে গেল আমি রইলাম পড়ে
হরি দিন তো গেল সন্ধ্যে হল, পার কর আমারে’ ।

ইন্দির ঠাকুরুন গাইছেন হরিহরের ভিটেতে বসে । মৃত্যুর এখানে কৃষ্ণরূপ ।

রেলগাড়ীর আওয়াজ, অপু, দুর্গা দুজনেই শুনছে । দুজনেই ছুটছে কাশবন পেরিয়ে । রেলগাড়ী ছুটে চলার প্রতীক । জীবনের আরেক নাম ছুটে চলা । দুগগা পড়ে গেল, অপু ছুটে চলল । দুগগার ছুট শেষ হল অকালে ।

পথের পাঁচালী বা পথের পদাবলী, জীবনের
ক্যানভাসে আঁকা এক কবিতাই বটে ।

ইন্দ্রাণী ঘোষ 

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।