সম্পাদকীয়

শীত এখন যাই যাই করে অনেক ঢঙ করে, তখনই ফিচেল হাসি হেসে বসন্ত সেই ন্যাকামীর স্বাদ নেয় । ওই দিনে গরম, রাতে পাগল হাওয়া । এইসব আশনাই দেখে সুয্যিদেব চোখ পাকিয়ে ধমক দেন । ব্যাস ধমক দিয়েই উঠে পড়েন মাঝ আকাশে । সব আশিকি তখন ল্যাজ গুটিয়ে দে দৌড় । আশনাই দুদিন বৈ তো নয় তাই বনে বনে রঙ লাগিয়ে , ডালপালা উতলা করে যতদিন ঋতুরাজের চৈতালি রাতের স্বপ্নকে ধরে রাখা যায় আর কি । স্বপ্নরাই যে বাঁচিয়ে রাখে ।

ইন্দ্রাণী ঘোষ

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।