সম্পাদকীয়

আবার রেল দূর্ঘটনা । করমণ্ডলের যন্ত্রণা কমতে না কমতেই কাঞ্চনজঙ্ঘার ভয়াবহ খবর । এক বিখ্যাত লেখিকা লিখেছেন হতে পারে এই ঘটনার পেছনে সিগন্যালে কর্মরত মানুষেরা দায়ী । হতে পারে তাঁরা মোবাইলে ব্যস্ত ছিলেন । কথাটা কিন্তু উড়িয়ে দেবার মত নয় । প্রতি মূর্হুতে এই যে বিনোদনের তীব্র আকাঙ্ক্ষা এ যে কোন পর্যায় গিয়ে উপস্থিত হয়েছে ভাবলে শিউরে উঠতে হয় । অনেকগুলো খবরের লিংক বলছে করমণ্ডলের সাথে কাঞ্চনজঙ্ঘার দূর্ঘটনার প্রচুর মিল আছে ।
মানুষ কি শুধু দৌড়বে একবার ফিরে তাকাবে না ?
অবলোকন, দর্শন জাগুক ।
ইন্দ্রাণী ঘোষ।