সম্পাদকীয়

জগন্নাথ স্বামী নয়নপথগামী । জগবন্ধু -তিনি জগতের নাথ । রথের চাকা গড়াল আরেক বছর । রথ , পথ , মূর্তি আরেকবার নিজেদের দেব ভাবল । অন্তর্যামী হাসলেন নিশ্চয়ই । পুরীতে নেমে ত্রিচক্র বাহনটি খানিক এগোলেই দেখা যায় বিস্তীর্ণ নীল অবয়ব শায়িত , মাথায় মুক্তো বসানো মুকুটের শোভা । ওই মহা সিন্ধুর মাঝেই দেখতে পাই জগবন্ধু শায়িত । সুখ , দুঃখের ওঠাপড়ার ঢেউ শাসন করছেন , মুখে লেগে আছে আলোর হাসি।
অন্যদিকে জগন্নাথের মন্দিরে ঠেলাঠেলি , এক ঝলক দেব দর্শনের জন্য মারামারি ।
গোল গোল চোখের ভগবান আকর্ণ বিস্তৃত হাসি যত হাসেন, মানুষের চোখে ততই ঝিলমিল লেগে যায় ।
আলো আসুক ।
ইন্দ্রাণী ঘোষ