সম্পাদকীয়

বৈশাখ মাস বা মে মাস দহনের কাল । পশ্চিমে ‘এপ্রিল ইস দ্য ক্রুয়েলেসট মানথ ।’ যদিও বরফ গলে ঘাস ফুলেরা উঁকি দিতে থাকে এই সময় থেকে তবু বরফ ঝড়ের আশঙ্কা থেকেই যায় । হয়তো পেয়ে হারানোর বেদনা না পাওয়ার চেয়ে অনেক বেশি কষ্টের । তাই কবি এমন কথা বলেন ।
এমন মানুষ কজন হন, যারা পৃথিবী ছেড়ে চলে গিয়ে সহস্র বছর পরেও নিজেদের পরিচয়ে একটা দেশের সীমানা থেকে বেড়িয়ে আন্তর্জাতিক এবং মানবিক হয়ে উঠতে পারেন এবং পারবেন? রবীন্দ্রনাথ ও সত্যজিত পেরেছিলেন ।
শুধু গুরুদেব এবং মানিক দা হয়ে নন । একলা পথে চলতে থাকা সকল পথিকের পারানির কড়ি আর বুদ্ধির দ্যুতি হয়ে ।
দু জনেরই বৈশাখে জন্মদিন ।
একে সমাপতন না বলে আর কি বা বলা যায় ।

ইন্দ্রাণী ঘোষ

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।